বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

নেত্রকোনায় আনসার ভিডিপির কম্বল বিতরণ 

নেত্রকোনায় আনসার ভিডিপির কম্বল বিতরণ 

হানিফ উল্লাহ আকাশ ,নেত্রকোনা: নেত্রকোনায় আনসার ভিডিপির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে নেত্রকোনা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে দুইশত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন, বিএএমএস। এ সময় নেত্রকোনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, নেত্রকোণা সদর উপজেলার উপজেলা প্রশিক্ষক সেবাশীষ কুমার সাহা, উপজেলা প্রশিক্ষিকা ইলোরা তাহসিনাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি নেত্রকোণা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন, বিএএমএস বলেন,
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় নেত্রকোণা জেলায় কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি বাহিনীর অবদান ও ভবিষ্যতের দেশের জন্য কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি আরও দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কাজের প্রতি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |