শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

আপডেট
মোমাছির কামড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সখীপুরে লো-ভোল্টেজ নিরসনে লাইন সংস্কার ও টান্সফরমার স্থাপন বিকালে ঢাকার দুই স্থানে বিএনপির সমাবেশ ধামইরহাটে কৃষি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজারে বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান প্রতিদিনের কাগজ’র প্রকাশক ইয়াছমিন শিলা’র পিতা ইদ্রিস আলীর মৃত্যুতে শোক ৯৯৯-এ ফোন করে প্রাণ বাঁচল ২৯ জেলের রাজ আমার সাথে যা করেছে তাতে জেল হবার কথা: পরীমণি রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ
বিএনপির আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয়: বাণিজ্যমন্ত্রী

বিএনপির আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয়: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাইলেই যে কোন দল আন্দোলন করেতে পারে। এটি যেকোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে বিএনপি যেটা করছে, সেটা যেন সহিংসতায় রূপ না নেয়। আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবন ইসমাত ভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপিকে প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তামাশা হিসেবে দেখেছে। এটা সন্তোষজনক বিষয় ছিল। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারত তাদের এখন চা খাওয়ার সময় নেই। তারা আছেন রাজপথে। তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে।

মন্ত্রী বলেন, শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বান ছিল সবাইকে সাশ্রয়ী হওয়ার। অচিরেই এই সমস্যা কেটে যাবে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj