শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন

সন্ধান মিলেছে সুকন্যার, ফিরতে চান না পরিবারে

সন্ধান মিলেছে সুকন্যার, ফিরতে চান না পরিবারে

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে তার খোঁজ পাওয়া যায়। তবে তিনি পরিবারে কাছে ফিরতে চান না।

মায়ের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনের অভিযোগ করেছেন সুকন্যা। তার অভিযোগ, তার মা তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তবে স্বজনরা চান ইয়াশা তাদের কাছে ফিরে আসুক।

সুকন্যা বলেন, আমি পরিবারে ফিরতে চাই না। আমার মা আমাকে নানা ধরনের নির্যাতন করে। তিনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, বিয়ে করার জন্য আমাকে জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেওয়া হবে! নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে ৩ লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে

গত ২৩ জুন থেকে নিখোঁজ সুকন্যা। পরে ২০ আগস্ট মা নাজমা ইসলাম লাকী মেয়ের সন্ধানে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj