শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় বৃদ্ধ বাবাকে পেটানোর ভিডিও দেখে ছেলেকে গ্রেফতার 

ব্রাহ্মণপাড়ায় বৃদ্ধ বাবাকে পেটানোর ভিডিও দেখে ছেলেকে গ্রেফতার 

গাজী রুবেল: বুড়িচং- ব্রাহ্মণপাড়া প্রতিনিধি 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় মো. আব্দুল জলিল (৮০) নামে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেন ছেলে। এ ঘটনার ১মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ঝর। বিষয়টি ব্রাহ্মণপাড়া প্রশাসন ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে শনিবার ভোরে ছেলে আবদুল মান্নানকে (৩০) নাগাইশ তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার পহেলা সেপ্টেম্বর বিকালে ৫টায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা তথ্য নিশ্চিত করেছেন। এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, মো. আব্দুল জলিলের ছেলে আবদুল মান্নান (৩০) প্রথমে তার বাবাকে গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে দৌড়ে গিয়ে একটি লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। এ সময় বৃদ্ধ আব্দুল জলিল বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করতে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে গত ১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আবদুল মান্নান তার বাবাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি না জানলেও ঘটনার দুই দিন পর ভাইরাল ভিডিও ফুটেজ দেখে তার জানতে পারেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। শুক্রবার রাতে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে শনিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে আবদুল মান্নানকে গ্রেফতার করে। পরে তার বড় ভাই মো. নাঈম ইসলাম মাষ্টার বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, বৃদ্ধ আব্দুল জলিলের তার ছেলে কর্তৃক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমরা মর্মাহত হই। পরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তার ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে পর জানতে পারি জমির দেওয়া নেওয়াকে কেন্দ্র করে আবদুল মান্নান তার বাবাকে মারধর করেছেন। খবর পেয়ে তার বড় ভাই বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj