শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

আপডেট
ধামইরহাটে কৃষি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজারে বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান প্রতিদিনের কাগজ’র প্রকাশক ইয়াছমিন শিলা’র পিতা ইদ্রিস আলীর মৃত্যুতে শোক ৯৯৯-এ ফোন করে প্রাণ বাঁচল ২৯ জেলের রাজ আমার সাথে যা করেছে তাতে জেল হবার কথা: পরীমণি রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর শাল্লায় সঞ্চয়কৃত অর্থ ফেরত পেতে মানববন্ধন ধর্মপাশায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় র‌্যালি ও পথসভা
ঢাকায় প্রথম ধাপে ৪টি স্কুলে বাস চালু হচ্ছে

ঢাকায় প্রথম ধাপে ৪টি স্কুলে বাস চালু হচ্ছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৪টি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে স্কুলবাস চালু হচ্ছে। শুরুতে ইংলিশ মিডিয়াম স্কুলে চালু হলেও পর্যায়ক্রমে সকল স্কুলেই এই সার্ভিস চালু করা হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক সভায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্কুলবাস চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে কথা হয়েছে। অনেক শিক্ষক এ বিষয়ে একমত পোষণ করেছেন। সবার সহযোগিতায় প্রথম ধাপে ডিএনসিসি আওতাধীন এলাকার ৪টি স্কুলে বাস চালু করা হবে। এর ফলে ঢাকা শহরে যানজট কমে যাবে। দূষণ ও কার্বন নিঃসরণও অনেকাংশে কমে যাবে।

মেয়র বলেন, অনেক স্কুলে একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। এতে অসংখ্য গাড়ি রাস্তায় চলাচল করে। স্কুলবাস চালু হলে প্রাইভেট গাড়ির ব্যবহার অনেক কমে যাবে।

আতিকুল ইসলাম বলেন, ছেলে-মেয়েরা স্কুলবাসে একসঙ্গে যাওয়া-আসা করলে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হবে, সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। তারা আত্মবিশ্বাসী হবে। তাদের সক্ষমতাও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলবাসগুলোতে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। অ্যাপসের মাধ্যমে ট্র‍্যাকিং ব্যবস্থা থাকবে। নিরাপত্তা ও স্কুলবাসের চালক ও স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একটি হটলাইন নম্বর থাকবে, যেটির মাধ্যমে অভিভাবকরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বাসার ঠিকানা অনুযায়ী বাস রুট নির্ধারণ করা হবে। রাইড শেয়ারিংয়ের মাধ্যমে একটি বাসে নির্দিষ্ট রুটের স্কুলগুলোর শিক্ষার্থীরা যাতায়াত করবে।

স্কুলবাস সার্ভিস চালু হলে স্কুলের ১০০ গজের মধ্যে শিক্ষার্থীদের বহন করা ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান ডিএনসিসির মেয়র।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj