শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমল, আট মাসে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমল, আট মাসে সর্বনিম্ন

চীনে করোনা লকডাউনের সময়সীমা বৃদ্ধি এবং বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বৃহস্পতিবার তেলের দাম গত আট মাসের মধ্যে সর্বনিম্ন হয়। খবর রয়টার্সের।

চীন তাদের চেংদু প্রদেশে আরোপিত করোনা লকডাউনের সময় বাড়িয়েছে। তাদের এ সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক কার্যক্রম কমে যাবে। ফলে তেলের চাহিদাও কমে গেছে।

বৃহস্পতিবার সকালে অবশ্য কিছুটা বেড়েছিল তেলের দাম। কিন্তু তবুও আট মাসের মধ্যে দাম সর্বনিম্ন রয়েছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড (অশোধিত) তেলের দাম প্রতি ব্যারেল ৮৭.২৪ ডলারে নেমে আসে। কিন্তু পরবর্তীতে গ্রিনিচ মান সময় অনুযায়ী ১২২০ মিনিটে ৮৮.৩২ ডলারে ওঠে। গত ২৫ জানুয়ারীর পর যা সর্বনিম্ন। অন্যদিকে ইউএস ক্রুডের দাম পরে গিয়ে ৮১.২০ ডলারে ঠেকেছিল। গত ১২ জানুয়ারীর পর যা সর্বনিম্ন। পরবর্তীতে দাম ৮২.৪১ ডলারে ওঠে।

এদিকে অর্থনেতিক মন্দা কাটানোর জন্য বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে যাচ্ছে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক বলেছে তারা সুদের হার আরও বাড়াবে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের পতন ঠেকাতে ওপেক প্লাস অক্টোবর থেকে প্রতিদিন এক লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার ঘোষণা দিয়েছে। তবে তবুও বাজারে এটি তেমন প্রভাব ফেলতে পারেনি।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj