শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে কোনো অর্জন নেই। বরং এই সফরে সময় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
তিনি আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে পাল্টা মামলা দেয়া হচ্ছে। গণহারে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। হামলা-মামলা যতই হোক মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির সংগ্রাম চলবে। সেই সংগ্রামে বিজয় আসবেই।
আওয়ামী লীগ সন্ত্রাস করে টিকে থাকতে চায়। বিএনপি কোনো সন্ত্রাস করে না। আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না বলেও দাবি করে মির্জা ফখরুল।