শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থান থেকে পলাতক মাদক, অস্ত্র ও ডাকাতি মামলার আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাত থেকে সকাল পর্যন্ত পুলিশের কয়েকটি দল টেকনাফ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’