শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

আপডেট
ধামইরহাটে কৃষি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজারে বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান প্রতিদিনের কাগজ’র প্রকাশক ইয়াছমিন শিলা’র পিতা ইদ্রিস আলীর মৃত্যুতে শোক ৯৯৯-এ ফোন করে প্রাণ বাঁচল ২৯ জেলের রাজ আমার সাথে যা করেছে তাতে জেল হবার কথা: পরীমণি রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর শাল্লায় সঞ্চয়কৃত অর্থ ফেরত পেতে মানববন্ধন ধর্মপাশায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় র‌্যালি ও পথসভা
নতুন ড্যাপ অনুমোদনের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট

নতুন ড্যাপ অনুমোদনের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট

নতুন ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুমোদন দিয়ে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে রিট হয়েছে। রিটে ২৩ আগস্টের প্রজ্ঞাপন স্থগিত এবং ২০১০ সালের ড্যাপ চালুর আর্জি জানানো হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

রিটে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে ২৩ আগস্ট নতুন ড্যাপের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই প্রজ্ঞাপনে ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিত করা হয়। তবে ২০১০ সালের ড্যাপের আলোকে যেসব কার্যক্রম হয়েছে তাকে বৈধ বলে ঘোষণা করা হয়।

নতুন ড্যাপে তলাভিত্তিক ভবন নির্মাণের নিয়ম বাতিল করা হয়েছে। এখানে নির্ধারণ করা হয়েছে এলাকাভিত্তিক ফ্লোর এরিয়া রেশিও (এফএআর)। মূলত এফএআরের মাধ্যমে একটি প্লটে কত আয়তন বা উচ্চতার ভবন নির্মাণ করা হবে, তা নির্ধারণ করা হয়। তাই যেসব এলাকায় নাগরিক পরিষেবার মান ভালো, পার্ক বা উন্মুক্ত স্থান রয়েছে, প্লটের পাশে প্রশস্ত রাস্তা আছে, সেসব এলাকায় এফএআরের মান বেশি ধরা হয়েছে। আর যেসব এলাকায় রাস্তা সরু ও নাগরিক সেবার মান তুলনামূলক খারাপ, সেসব এলাকায় এফএআরের মান ধরা হয়েছে কম। এই ড্যাপ ২০৩৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

চলতি বছরের জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ৯ হাজার ৬৫৬টি ভবনের নির্মাণ অনুমোদন দিয়েছে রাজউক। ২৩ আগস্ট নতুন ড্যাপ পাস হওয়ার আগপর্যন্ত আরও শতাধিক আবেদন জমা পড়ে ছিল।

এসব আবেদনের কী হবে জানতে চাইলে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মোবারক হোসেন বলেন, ২৩ আগস্ট নতুন ড্যাপের প্রজ্ঞাপন হওয়ার আগপর্যন্ত রাজউকে ভবনের নির্মাণ অনুমোদনসংক্রান্ত যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। আর ২৩ আগস্টের পর যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো নিষ্পত্তি হবে নতুন ড্যাপ অনুসারে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj