শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন

এসএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থী নিখোঁজ 

এসএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থী নিখোঁজ 

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ :
সম্প্রতি শুর হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার অনুপস্থিত পরীক্ষার্থী নিখোঁজ।
নিখোঁজ শিক্ষার্থী উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার শিক্ষার্থী।  সোমবার (১৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ) পরীক্ষা চলাকালীন মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের কাছ থেকে অনুপস্থিতির তথ্যটি পাওয়া যায়।
আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (হল সুপার) মোঃ মুজিবুর রহমান তার বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি  নিশ্চিত করেন।  তবে কেন আসেনি তা সঠিক বলতে পারছেন না বলে জানান এবং ঠিকানা দেন।
নিখোঁজ শিক্ষার্থীর মা বলেন, প্রতিদিনের মতো আজ সকালে স্কুল ড্রেস পড়ে পরীক্ষা দিতে বের হয় মেয়ে। কিন্তু পরীক্ষার সময় শেষ হয়ে গেলেও বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজির পর সহপাঠীর মাধ্যমে জানতে পারলাম পরীক্ষার দেয়নি মেয়ে। কারো সাথে সম্পর্ক আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তেমন কিছু তিনি জানেন না। তবে গতকাল বিয়ের প্রস্তাব নিয়ে একটি সমন্ধ এসেছিলো বাড়িতে।
সহপাঠী এসএসসি পরিক্ষার্থী বলেন, এক সঙ্গেই অটোরিকশা দিয়ে পরীক্ষার কেন্দ্রে যান। আজও গিয়েছিলো।  পরে আমি আমার কক্ষে চলে যাই, আর সে অন্য কক্ষের। তবে সে আজ বোরকা পড়ে গিয়েছিলো।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা জানান, এখনও পর্যন্ত থানায় কোনো জিডি করা হয়নি। পারিবারিক ভাবে আত্মীয় স্বজন ও সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি চলছে। এবিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেহ জিডি করতে থানায়  আসেনি।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj