শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন

ভোক্তা-অ‌ধিকারের অভিযানে ফার্মেসী ও কসমেটিক্সসহ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

ভোক্তা-অ‌ধিকারের অভিযানে ফার্মেসী ও কসমেটিক্সসহ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

নেত্রকোনা অফিস:
নেত্রকোণার আটপাড়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ২টি ফার্মেসী ও ২টি কসমেটিক্সসহ ৪টি প্রতিষ্ঠান‌কে মোট ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।
সোমবার (১৯ সে‌প্টেম্বর) এই অভিযান চালিয়ে জরিমানা করেন জেলার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী প‌রিচালক ওসমান গনী। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী উপজেলার ব্রুজের বাজারের আমিন মেডিকেলকে ২ হাজার, জান্নাত মেডিকেলকে ৩হাজার, লক্ষী স্টোরকে ৫ হাজার ও দত্ত স্টোর ৫হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অ‌ভিযা‌নে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম। উক্ত অভিযা‌নে নেত্রকোণা পু‌লি‌শ লাইন্সের এক‌টি চৌকস টিম নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রে।
সহকারী প‌রিচালক ওসমান গনী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, নেত্রকোণা ম‌হোদয় এঁর সার্বিক সহযোগিতায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। জ‌রিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয় এবং প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ব‌্যবসা কর‌তে নির্দেশনা দেয়া হয়।তিনি আরও বলেন, জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj