শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই শিরোপা জিতল লাল-সবুজের দল।
শিরোপা নির্ধারণী ম্যাচে কৃষ্ণা রাণী সরকার জোড়া গোল করেন। একটি গোল করেন শামসুন্নাহার। তবে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি গোল করে গোল্ডেন বুট জিতেছেন সাবিনা খাতুন।
গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবিনা। এরপর পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে পেয়েছিলেন হ্যাটট্রিক। যেখানে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করা ম্যাচে ফের হ্যাটট্রিক করেছিলেন দেশ সেরা এই ফুটবলার।