বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন
রাশিয়ান নিয়ন্ত্রিত লুহানস্কের এক গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে তিনজন শিশুও আছে। গতকাল সোমবার অঞ্চলটিতে রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা এই তথ্য জানান। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লুহানস্কের প্রতিনিধিরা মঙ্গলবার বলেছেন, রুশ বাহিনীর দখলে থাকা লুহানস্কের ক্রাসনোরিছেন্সকে এই হামলা চালানো হয়েছে। ক্রাসনোরিছেন্সকে গ্রামে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আর্টিলারি হামলায় সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে। যার মধ্যে তিনজন শিশুও রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২০৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।