রংপুর অফিস :
রংপুরের গঙ্গাচড়ায় কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে ৫ বছর আগে সড়ক দুর্ঘটনায় পা হারানো ৫ম শ্রেণীর শিশু শিক্ষার্থী রিশাদ বাবু পেল কৃত্রিম পা। সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে তাকে কৃত্রিম পা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। রিশাদের ঘটনা জানার পর উপজেলা নির্বাহী অফিসার প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, কালের কন্ঠ রংপুর অফিসের আদর রহমান, আসাদুজ্জামান, শুভ সংঘ গঙ্গাচড়ার সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক আলপনা রিতু, সদস্য প্রাণ,মনিষা, তুহিন, শানু, মোসাবিবরাসহ সদস্যবৃন্দ। রিশাদের মা রোকসানা জানান, ৫ আগে ঢাকায় রিশাদের ফুপুর বাসা যাওয়ার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওর বাম পা ক্ষতিগ্রস্ত হয়।
তখন চিকিৎসার সময় হাটুর নিচ থেকে কেটে ফেলে চিকিৎসক। ওর বাবা মারা যাওয়ার পর থেকে অতিকষ্টে ছেলে ও মেয়েকে পড়াইতেছি। মেয়ে দৃষ্টি খাতুন এসএসসি পরীক্ষা দিচ্ছে। রিশাদ ৫ম শেণীতে পড়ছে। কৃত্রিম পা পেয়ে ওর লেখা পড়ায় অনেক সহায়তা হল। রিশাদের বাড়ি গঙ্গাচড়ার আরাজিনিয়াত গ্রামে।