সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন

রংপুরে ছাদ খোলা জিপে সংবর্ধনা পেলেন স্বপ্না

রংপুরে ছাদ খোলা জিপে সংবর্ধনা পেলেন স্বপ্না

মিল্লাত হাসানঃ
সাফ জয় শেষে দেশে ফেরা নারী ফুটবলাররা সংবর্ধনায় সাড়ম্বর সময় কাটাচ্ছেন। ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠনের পাশাপাশি নিজ এলাকাতেও তাদের বরণ করে নেওয়া হয়েছে। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ফেরার অভিজ্ঞতা হয়েছে আগেই। এবার সিরাত জাহান স্বপ্না পেলেন ছাদ খোলা জিপে সংবর্ধনা।
আজ নিজ বাড়ি রংপুরে ফিরেছেন সিরাত জাহান স্বপ্না। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। রংপুরের স্বপ্নাকে তখন ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে রাজসিক বরণ করে নেন। এসময় ফুটবলার সোহাগী কিসকো ও স্বপ্না রানী রায়ও উপস্থিত ছিলেন।
এসময় সাফ জয়ী দলের সদস্য সিরাত জাহান বিদেশী লিগে খেলার সু-সংবাদ জানিয়ে বলেন, বিদেশি লিগে খেলার জন্য মৌখিকভাবে সাত ফুটবলারকে নির্বাচনের কথা বলা হয়েছে। এর মধ্যে আমার নাম রয়েছে। আশা করছি বিদেশি লিগে খেলতে পারবো।
স্বপ্না আরও বলেন, রংপুরের মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। এভাবে বরণ করে নেওয়াতে আমরা খুবই আনন্দিত। তিনি বিদেশী ক্লাবে খেলার সম্ভাবনার কথা জানিয়ে এই তারকা খেলোয়ার আরও বলেন, আমরা সকলের সাপোর্ট চাই যাতে করে আরও ভালো কিছু করতে পারি। স্বপ্না বলেছেন, শিরোপা ঘরে আনতে পেরে আমরা গর্ববোধ করছি। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আামি যখন প্রথম ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন এলাকার অনেকেই বাধা সৃষ্টি করেছিল। আজ তারাও এই সাফল্যে আনন্দিত।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj