শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন

সদরপুরে ৪৩ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

সদরপুরে ৪৩ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে ৪৩টি মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত ২দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গত রবিবার ছিল সপ্তমী, আজ অষ্ঠমী, আগামী বুধবার বিজয় দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। সদরপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ^াস পূজা উপলক্ষে সকল ধর্মের লোকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আগামী ২দিন পূজার কার্যক্রম শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে সদরপুর বাজারের পূজামন্ডপের সভাপতি সত্যজিৎ দে জানান, সদরপুর বাজারের মন্দির নির্মাণ স্থানটি একটি প্রভাবশালী মহল দখল করে রেখে ব্যবসা করে আসছিল। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে পূজা উদযাপনের সুযোগ করে দিয়েছেন। এ জন্য ইউএনও মহোদয়সহ উপজেলা প্রশাসনের সকলকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

এ দিকে উপজেলার ৪৩টি মন্দিরের মধ্যে সদরপুর ইউনিয়নের চর ব্রাহ্মন্দী গ্রামের বাসুদেব কর্মকারের প্রতিমা কারুকার্যে শ্রেষ্ঠত্ব লাভে ধন্য হবে বলে মনে করছেন অনেকে। শত বছরের সদরপুর বাজারের পূজাপর্ব পালনের স্থানটি আর যাতে প্রভাবশালীরা দখল করে না নিতে পারে তার জন্য প্রশাসন ও সর্ব সাধারণের নিকট সহযোগিতা কামনা করছে সদরপুর বাজার পূজা উদযাপন কমিটি। উল্লেখ্য উক্ত স্থানটিতে প্রতিদিন সকালÑবিকাল দুধের বাজার বসে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj