শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন

হালুয়াঘাটে ভারতীয় মদসহ আটক ২

হালুয়াঘাটে ভারতীয় মদসহ আটক ২

হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ২৭ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনুজ্জামান খানের নির্দেশনায় এস আই আবুল খায়েরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উত্তর খয়রাকুড়ি এলাকার সবুজ সরকারের বাড়ীর পূর্ব পাশ থেকে তাদেরকে তল্লাশী চালিয়ে ভারতীয় মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,ময়মনসিংহের স্বদেশী বাজারের মো.অলিউল্লার ছেলে হোসেন আলী (২০) ও কালীবাড়ী গোদারাঘাট এলাকার নেকবর আলীর ছেলে আইয়ুব আলী (৪৫)। এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) ইমরান আল হোসাইন জানান, হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj