বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন

গুলশানে স্পা সেন্টার থেকে নারীসহ গ্রেপ্তার ২৫

গুলশানে স্পা সেন্টার থেকে নারীসহ গ্রেপ্তার ২৫

রাজধানীর গুলশানে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন নারী ও ৬ জন পুরুষ।

রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান ২ নমম্বরের দ্যা বেস্ট স্পা, থাই স্পা ও গুলশান ১-এর লোটাস থাই স্পা সেন্টারে এ অভিযান চালানো হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, গুলশান ২ নম্বরের ২ টি ও গুলশান ১ নম্বরের ১ টি স্পা সেন্টারে অভিযান চালনো হয়। সেখানে স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি করানোর অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে দ্যা বেস্ট স্পা সেন্টার থেকে ৯ জন নারী ও ২ জন পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ জন নারী ও ৩ জন পুরুষ এবং লোটাস থাই স্পা থেকে ৪ জন নারী ও ১ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj