শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

সাত দিন আগে নিখোঁজ, গলাকাটা লাশ মিললো স্কুলছাত্রের

সাত দিন আগে নিখোঁজ, গলাকাটা লাশ মিললো স্কুলছাত্রের

বগুড়ার শাজাহানপুর থেকে সাত দিন আগে নিখোঁজ হওয়া বুলবুল হোসেন বিজয় (৯) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের পরিত্যক্ত ইটভাটা থেকে বিজয়ের গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত বিজয় ঐ গ্রামের ভ্যানচালক শাহিদুল ইসলামের ছেলে এবং লক্ষিকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

বিজয় গত বুধবার (৫ অক্টোবর) বিকেলে গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে বিজয় মাদলা মালিপাড়ায় দুর্গাপূজার মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

জানা গেছে, আজ (মঙ্গলবার) ভোরে গ্রামের এক ব্যক্তি মাঠে কাজে যাওয়ার পথে লক্ষিকোলা গ্রামের মাহমুদের পরিত্যাক্ত ইট ভাটার চিমনির কাছে বিজয়ের লাশ দেখতে পান। লোকমুখে লাশের খবর ছড়িয়ে পড়লে সেখানে শত শত মানুষ ভিড় করে। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj