আশুলিয়া প্রতিনিধি :
বাংলাদেশের মানুষ বিএনপি-কে প্রত্যাখান করেছে তাই তারা আগামী নির্বাচন-কে সামনে রেখে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শনিবার (১৫ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকা জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয় হবে তা নিশ্চিত জেনে তারা অবৈধ ভাবে আন্দোলনের হুশিয়ারি দিয়ে আসছে। কিন্তু তারা কখনো আন্দোলনে সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি আরোও বলেন,বিএনপির নির্বাচনে আসা,না-আসা প্রসঙ্গে সরকারের এই মন্ত্রী বলেন,আগেরবারও বিএনপি নির্বাচনে আসবে না বলে জানিয়েছিল। কিন্তু গাধা পানি ঘোলা করে খায়,এটা প্রমাণ করতে তারা পরে ঠিকই নির্বাচনে অংশ নিয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট হলে বিএনপির কপাল পুড়বে দাবি করে ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, এ জন্যই তারা এর বিরোধিতা করছে। বিএনপি হচ্ছে ভোট ডাকাতের সরদার, তাই বিএনপি ভোট ডাকাতি করার জন্য ইভিএমের বিরোধিতা করছে। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন,নির্বাচনে আসা,না-আসা বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার। তবে আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনার কোনো দরকার নেই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহিম বেপারী,ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক হিরু মিয়াসহ প্রমুখ ।