সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

সচিবকে অবসরে পাঠানোর কারণ জানেন না তথ্যমন্ত্রী

সচিবকে অবসরে পাঠানোর কারণ জানেন না তথ্যমন্ত্রী

চাকরির নির্ধারিত মেয়াদ শেষ না হতেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে রোববার (১৬ অক্টোবর) ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার। তবে কী কারণে তাকে অবসরে পাঠানো হলো, তার কারণ খোদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও জানেন না।

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, চাকরির মেয়াদ এক বছর থাকতেই মকবুল হোসেনকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে।

এদিকে সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করে মকবুল হোসেন বলেন, নীতি-নৈতিকতার সঙ্গে কখনও কম্প্রোমাইজ করিনি। এমনকি তারেক রহমানকেও কখনও সরাসরি দেখননি বলে দাবি করেন তিনি।

এর আগে, ১৬ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার আগেই মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অবসর দিতে পারে।

আইনে এমন কথা থাকলেও সুনির্দিষ্ট কী কারণে সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তা নিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নানা আলোচনা চলছে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj