শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন
জাহিদুর রহমান আকাশ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক্স স্টুডেন্ট ফোরাম রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত হওয়া এ বৃত্তি পরিক্ষা বেলা সাড়ে ১১ টায় সম্পন্ন হয়। পরিক্ষায় ২০ টি উচ্চ বিদ্যালয়ের ৪৩৫ জন পরীক্ষার্থী এতে অংশ নিয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরির্দশন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সাবেক সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল ,প্রধান শিক্ষক আহমেদ উল্যাহ,শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন ,বিশিষ্ট কবি ও কাউন্সিলর হারুনুর রশীদ শাহেদ ,এক্স স্টুডেন্ট ফোরাম সভাপতি শহীদ উল্যাহ খোকন ,সহ-সভাপতি নজরুল ইসলাম ,
সাধারন সম্পাদক মোহাম্মদ হামিদ ,সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রাজু প্রমূখ। উল্লেখ্য ,২০০৩ সাল থেকে উক্ত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে এ বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদান সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে ফোরামটি।