সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন

তিনমাসে ইর্ষনীয় সাফল্য প্রতিদিনের কাগজ

তিনমাসে ইর্ষনীয় সাফল্য প্রতিদিনের কাগজ

স্টাফ রিপোর্টার :

দেশের শতশত পত্রপত্রিকার মাঝে মাত্র তিন মাস আগে প্রকাশনা ও সম্পাদনায় দায়িত্ব নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ ইতোমধ্যে হাজার হাজার পাঠকের মন জয় করে নিয়েছে। পত্রিকাটি পৌছে গেছে দেশের বেশ কয়েকটি জেলা-উপজেলায়। মাত্র তিন মাসের মধ্যে ঢাকা থেকে সম্পূর্ণ চার রঙ্গা ছাপাতে ১৬ জেলায় পৌছে গেছে পত্রিকার সংখ্যা।

পত্রিকাটির প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, ‘পত্রিকাটি জনমানুষের হাতে হাতে পৌছে দিতে নিরলস ভাবে কাজ করছে দৈনিক প্রতিদিনের কাগজ পরিবার। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা তিনমাস ধরে অনলাইন ও ই-পেপারে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করছে।

অনলাইন ভার্ষনের সাথে দৈনিকটি প্রতিদিন আপলোড করছে তাদের ই-পেপার ভার্সন। নান্দনিক ডিজাইন এবং পাঠক উপযোগী করে তৈরি করা হয়েছে ওয়েব সাইট । www.pkagoj.com, protidiner kagoj. doinik protidiner kagoj.com এ পত্রিকাটির অনলাইন ভার্ষন এবং www.pkagoj.com.epaper এ protidiner kagoj. পত্রিকাটির ই-পেপার পড়া যাবে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj