শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
জাহিদুর রহমান আকাশ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ বিশটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংককার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চরফকিরা ও চরএলাহী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে তিনি এই অর্থ সহায়তা প্রদান করেন।
ফখরুল ইসলাম রাহাত বলেন,ঘর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে এ সহায়তা দিয়েছেন। এছাড়াও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে সহায়তা প্রদান করা হবে। এ নিয়ে সেতুমন্ত্রী উপজেলা ও জেলা প্রশাসন কে নির্দেশনা দিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিম রিমন,চরএলাহী ইউনিয়ন পরিদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল প্রমূখ।