বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন
জাহিদুর রহমান আকাশ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের ২০২২ ইং সনের এইচএসসি ও এইচএসসি( বিএম) পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকাল ১১ টার সময় হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে গভনিং বডির সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হুদার সভাপতিত্বে ও প্রভাষক শেখ সাদী ভূইয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী, কলেজের দাতা সদস্য মোহাম্মদ নুরুল করিম।
উপস্থিত ছিলেন হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, কলেজের দাতা সদস্য খোরশেদ আলম, কলেজ গভর্নিং বডির সদস্য এনামুল হক হকসাব, মো: রহমত উল্যাহ, শিক্ষক প্রতিনিধি জিল্লুর রহমান টিপু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, কলেজের প্রভাষক মোফাজ্জল হক মাহিন প্রমূখ।