বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ভাঙ্গা থানার মনির

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ভাঙ্গা থানার মনির

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

মোঃ জাকারিয়া খান কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে আইজিপি কর্তৃক পদক জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন ভাঙ্গা থানার মো. মনিরুল ইসলাম। এছাড়া জেলার শ্রেষ্ঠ নাগরিক হয়েছেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। ২৯ (অক্টোবর) শনিবার সারা দেশব্যাপী কমিউনিটি পুলিশং ডে- ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। এর ন্যায় ফরিদপুর জেলায় পুলিশের মধ্যে ১ জন পুলিশ ও একজন নাগরিকে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ফরিদপুর কোতয়ালী থানায় অনুষ্ঠিত হয় এবং আইজিপির পক্ষে পুলিশ সুপার মো. শাহজাহান পুরস্কার বিতরণ করেন।

অপরদিকে ভাঙ্গায় থানা ও হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে পৃথক পৃথক কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গায় থানা পুলিশের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া।

এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম। উল্লেখ্য এই বছর সারা দেশ ব্যাপী ‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই শ্লোগান সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও বিট পুলিশিং ডে উপলক্ষ্যে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা হাইওয়ে পুলিশেরঅফিসার ইনচার্জ মো. তৈমুর ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. সোবহান মুন্সী প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj