শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন

ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। নিহত আব্দুল জলিল (৫২ ) নলজানী মধ্যপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। শুক্রবার (২৮ অক্টোবর) সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় রাত ৮টার দিকে মসজিদে এশার নামাজ শেষ করে বাসায় যাওয়ার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানান, আব্দুল জলিলের সাথে তার জেঠাতো ভাইদের  দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় পথে মধ্যে জমিজমা কে কেন্দ্র করে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে এলো পাথরি মারপিট করলে জলিল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কাজী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj