সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
মোঃ আবু রায়হান :
বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান দিয়ে জাতীয় যুব দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ময়মনসিংহ যুব দিবস পালিত হয়। সকাল ৯ টার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে টাউন হল মোড়, নতুন বাজার মোড় হয়ে জেলা পরিষদের সামনে যুব র্যালি শেষ হয়। ফৌজিয়া চৌধুরীর সঞ্চালনায় শহীদ আব্দুল জব্বার মিলায়নতনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। তিনি বলেন, সাধারন শিক্ষার পাশাপাশি সন্তানদের টেকনিক্যাল শিক্ষা দিতে হবে।
টেকনিক্যাল শিক্ষা ছাড়া দেশ উন্নতি সম্ভব নয় ।যুব উন্নয়ন যুবদেরকে বিভিন্ন ট্রেডের মাধ্যমে যুব দের প্রশিক্ষিত করে তুলেছে ।এ যুবকরা এখান থেকে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারে।তিনি আরো বলেন, আগামী শিক্ষা বছর থেকে ৫ ম শ্রেনী থেকে ট্যাকনিক্যাল শিক্ষা দেওয়া হবে ছাত্র ছাত্রীদের । সভাপতির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি বলেন,আমরা কেন অন্যর অধিনে চাকরি করবো আমরা অন্যদের চাকরি দিবো আমরা এখান থেকে প্রশিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিআইজি দেবদাস ভট্রাচার্য পিপিএম,পুলিশ সুপার জনাব মাছুম আহম্মেদ ভুঁইয়া পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উদ্দিন ভুইয়া।উপস্থিত ছিলেন সকল ট্রেডের শিক্ষক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্য ২ লক্ষ ২০ হাজার টাকার বিতরন করা হয়।