শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা ;
ময়মনসিংহে হক মার্কেট দোকান মালিক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত। ময়মনসিংহ নগরীর মালগুদাম রোডস্থ হক মার্কেট প্রাঙ্গনে ৩১ অক্টোবর ২০২২ইং তারিখ সোমবার বিকেলে সিনিয়র সহ-সভাপতি আতিক আহমেদ রাশেদ এর সঞ্চালনায় ও সভাপতি আহসানুজ্জামান দিপু’র সভাপতিত্বে ২০২২-২০২৫ হক মার্কেট দোকান মালিক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি আহসানুজ্জামান দিপু হক মার্কেট দোকান মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।
কমিটিতে সিনিয়র সভাপতি আতিক আহমেদ রাশেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মীর, কোষাধ্যক্ষ সম্পাদক শহিদুল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন, ক্রিয়া সম্পাদক রিপন মিয়া, প্রচার সম্পাদক এরশাদুল আলম, উপদেষ্টা শহিদুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম শাহীন, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন রিপন, শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্য ও অতিথি বৃন্দকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।সভায় মার্কেটের ব্যবসায়ী সুন্দর পরিবেশ সৃষ্টি ও ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এম এ কাদির সাধারণ সম্পাদক আসাদ মার্কেট, মোঃ লিটন মিয়া, সভাপতি বারী প্লাজার, মতিউর রহমান (রবিন) সভাপতি ইম্পেরিয়াল সুপার মার্কেট, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সাংবাদিক সুমন ভট্টাচার্য, সঞ্জয় দাস, আশরাফুল মুমেন অপু সহ মার্কেট দোকান মালিকগণ ও কর্মচারীবৃন্দ।