শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন

আপডেট
ধামইরহাটে কৃষি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজারে বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান প্রতিদিনের কাগজ’র প্রকাশক ইয়াছমিন শিলা’র পিতা ইদ্রিস আলীর মৃত্যুতে শোক ৯৯৯-এ ফোন করে প্রাণ বাঁচল ২৯ জেলের রাজ আমার সাথে যা করেছে তাতে জেল হবার কথা: পরীমণি রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর শাল্লায় সঞ্চয়কৃত অর্থ ফেরত পেতে মানববন্ধন ধর্মপাশায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় র‌্যালি ও পথসভা
হক মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সভা

হক মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সভা

 নিজস্ব সংবাদদাতা ;

ময়মনসিংহে হক মার্কেট দোকান মালিক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত। ময়মনসিংহ নগরীর মালগুদাম রোডস্থ হক মার্কেট প্রাঙ্গনে ৩১ অক্টোবর ২০২২ইং তারিখ সোমবার বিকেলে সিনিয়র সহ-সভাপতি আতিক আহমেদ রাশেদ এর সঞ্চালনায় ও সভাপতি আহসানুজ্জামান দিপু’র সভাপতিত্বে ২০২২-২০২৫ হক মার্কেট দোকান মালিক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি আহসানুজ্জামান দিপু হক মার্কেট দোকান মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।

কমিটিতে সিনিয়র সভাপতি আতিক আহমেদ রাশেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মীর, কোষাধ্যক্ষ সম্পাদক শহিদুল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন, ক্রিয়া সম্পাদক রিপন মিয়া, প্রচার সম্পাদক এরশাদুল আলম, উপদেষ্টা শহিদুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম শাহীন, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন রিপন, শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্য ও অতিথি বৃন্দকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।সভায় মার্কেটের ব্যবসায়ী সুন্দর পরিবেশ সৃষ্টি ও ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এম এ কাদির সাধারণ সম্পাদক আসাদ মার্কেট, মোঃ লিটন মিয়া, সভাপতি বারী প্লাজার, মতিউর রহমান (রবিন) সভাপতি ইম্পেরিয়াল সুপার মার্কেট, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সাংবাদিক সুমন ভট্টাচার্য, সঞ্জয় দাস, আশরাফুল মুমেন অপু সহ মার্কেট দোকান মালিকগণ ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj