সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন

ফুলবাড়ীয়া জেলহত্যা দিবসে আলোচনা সভা 

ফুলবাড়ীয়া জেলহত্যা দিবসে আলোচনা সভা 

মোবারক হোসেনঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) বিকালে উপজেলা সদরের পৌর ভবন প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, উপদেষ্টা ডাঃ এমদাদুল হক খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, কৃষক লীগের আহ্বায়ক মাসুদ আলম লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় নেতাকর্মীরা কালো ব‍্যাজ ধারণ করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার নেতা, ১৫ আগষ্টে নিহত, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj