সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন

‘শাকিবের কোনো দোষ নেই, নায়িকাদের দোষ’

‘শাকিবের কোনো দোষ নেই, নায়িকাদের দোষ’

সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে দেশে জুড়ে আলোচনায় আসেন ঢাকায় সিনেমার সুপার স্টার খ্যাত শাকিব খান। বুবলীর সঙ্গে গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর শাকিব খানের সমালোচনায় মুখর নেটিজেনরা। এবার তার পক্ষ নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী ইলোরা গওহর।

ইলোরা গওহরের ভাষ্য মতে, শাকিবের কোনো দোষ নেই। নায়িকাদের দোষ। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইলোরা বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নাই? শাকিবকে ডুবানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দোষ নেই।’

গত ২৭ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপরই হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। এর দুই দিন পর অভিনেত্রী জানান তার সন্তানের পিতা শাকিব খান। এর কিছুক্ষণ পর সন্তানের স্বীকৃতি দিয়ে শাকিব জানান, শেহজাদ তার পুত্র।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj