শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
সেই ভারতের বিপক্ষে ম্যাচ থেকেই পক্ষপাতিত্ব আম্পায়ারের শিকার হতে হচ্ছে বাংলাদেশকে। শুধু ফিফটি ফিফটি সিদ্ধান্তগুলোই নয়, বাংলাদেশের পক্ষের অনেক সিদ্ধান্তও বিপক্ষ দলগুলোর পক্ষে দিতে দেখা গেছে আম্পায়ারদেরকে।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার মতো বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এদিন লেগ বিফরের ফাঁদে পড়ে আউট হন তিনি। কিন্তু টিভি রিপ্লাইতে দেখা যায় বল তার প্যাডে লাগার আগেই ব্যাট স্পর্শ করে এসেছে। তবুও থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।
মাঠের ক্যামেরায় স্পষ্ট দেখা যায় সেই চিত্র। কিন্তু আম্পায়ার রিভিউ দিতে অস্বীকৃতি জানান। ফলে মেজাজ হারিয়ে মাঠে নিজের ক্যাপ ছুড়ে ফেলতে দেখা যায় সাকিবকে। এরপর আম্পায়ারদের সাথে বেশ কিছুক্ষন কথা বলেন তিনি। তবুও রিভিউটা নিতে দেওয়া হয়নি বাংলাদেশ দলকে।