সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন

সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা ১০ হাজার টাকা জরিমানা 

সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা ১০ হাজার টাকা জরিমানা 

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।  গত সোমবার (০৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত উপজেলার সদরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে লাইসেন্স বিহীন বাস চালানো, ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ৬টি মামলায় বিভিন্ন বাস ও ট্রাক চালককে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে যানবাহনে যাত্রীদের হয়রানি বন্ধে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj