বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

স্কুল শিক্ষক হত্যা মামলার আসামি ৩৮ বছর পর গ্রেপ্তার 

স্কুল শিক্ষক হত্যা মামলার আসামি ৩৮ বছর পর গ্রেপ্তার 

সাভার প্রতিনিধি:
ধামারাইয়ের স্কুল শিক্ষক আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাল হক-কে দীর্ঘ ৩৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪,সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে সোমবার (৭ নভেম্বর) রাত আটটায় মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আতাল হক (৫৬) ঢাকা জেলার ধামরাই থানার বানেশ্বর গ্রামের বাসিন্দা। নিহত মোঃ আমজাদ হোসেন একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন।
র‍্যাব জানায়,১৯৮৩ সালে গ্রেপ্তারকৃত আতাল হক এবং নিহত মোঃ আমজাদ হোসেন একই গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের দুজনার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। সেই বিরোধের জেরে আতাল হক ও আরো ৮/১০ জন মিলে আমজাদ হোসেনকে গুরুতর ভাবে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
র‍্যাব আরও জানায়,দীর্ঘ ৩৮ বছর আত্মগোপনে থাকাকালীন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে রংপুর, আশুলিয়া,পল্লবী,উত্তরা টঙ্গীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। আত্মগোপনে থাকা অবস্থায় দেশের বিভিন্ন থানায় চুরি,ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেও ধূর্ত আতাল হক নিজের ও বাবার ভুয়া নাম ঠিকানা ব্যবহার করতো। র‍্যাব-৪,সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj