বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তার সহধর্মিণীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৯ নভেম্বর বুধবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ ,প্রদিপ সরকার, সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ ও প্রভাষক মুন্সেফ আলীপ্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের রোগমুক্তি কামনায় আগামি শুক্রবার মসজিদে মসজিদে দোয়া এবং বিভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় উপসালয়ে বিশেষ প্রার্থনার জন্য তার পরিবারের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সকলের প্রতি সবিনয় অনুরোধ করেছেন।