বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

নড়াইলের অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

নড়াইলের অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

নড়াইল প্রতিনিধি  :
নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে এলাকাবাসী সদর উপজেলার বিজয়পুর-বেনাডোব খেয়া ঘাটে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। ধারণা করা হচ্ছে ৪-৫দিন আগে মারা গেছে। লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj