সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাপায় মিজানুর রহমান মিন্টু (৩৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আছিয়া নামে এক নারী আরোহী।
স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
মঙ্গলবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার নূরপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু খুলনা নিউ মার্কেটর এইচডি ফুড শপের মালিক।
আহত নারী আছিয়া জানান, তারা ঢাকা বোর্ড থেকে মাস্টার্স পরীক্ষার সনদ উঠাতে গিয়েছিলেন। লঞ্চে মোটরসাইকেল পার করে বাড়ি ফেরার পথে ভাঙ্গার নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ভাঙ্গার নূরপুর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক নিহত হয়। সঙ্গে থাকা এক নারী আরোহী আহত হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj