বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

অতিরিক্ত গরমে ডায়রিয়া রোগী ছাপ চট্টগ্রামে

অতিরিক্ত গরমে ডায়রিয়া রোগী ছাপ চট্টগ্রামে

সোমবার রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন।

রেজাউল করিম, চট্টগ্রাম: চট্টগ্রামে গত দুই সপ্তাহ ধরে চলছে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম। যার ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে গুলোতে বেড়েছে তিন গুণ রোগীর সংখ্যা। প্রচণ্ড গরমের ফলে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, প্রস্রাবের ইনফেকশন ও জ্বর শুস্ক এলার্জি , গরম জনিত নানান রোগ বালাই।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত শিশুদের ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে ১০০ থেকে দেড় শতাধিক শিশু । অতিরিক্ত রোগী ছাপ পড়েছে চট্টগ্রাম হাসপাতাল গুলোতে।

২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ১০০ থেকে দেড় শতাধিক অতিরিক্ত রোগী। যার ফলে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকাদের। বেশি কষ্টে রয়েছে বয়োজ্যেষ্ঠ ও শিশু শ্রেণির মানুষ।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, গত ২৪ ঘণ্টাতেও ডাক্তারের দেখা মেলেনি । কাক্ষিত সেবা না পেয়ে শিশু রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে ছুটতে বাধ্য হচ্ছে। দিনে অতিরিক্ত গরম এবং রাতে বেশ ঠাণ্ডা থাকার কারণে এমনটি হয়েছে বলে মনে হচ্ছে। কাক্ষিত শয্যায় সিট না পেয়ে মেজেতে এবং সিঁড়িতে গাদাগাদি করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সেবিকা রত্না চাকমা জানান, কাক্ষিত বেডের তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। সেই সঙ্গে রয়েছে রোগীর স্বজনদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে কিছুটা কষ্ট হলেও আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বাধিক সেবাটা দেয়ার জন্য।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj