শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন

মাল্টায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

মাল্টায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

মাল্টায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মাল্টায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গ্লোরিয়া গ্যাংটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৯ জুন) মাল্টায় ভারতীয় হাইকমিশনে হাইকমিশনার গ্লোরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশি রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আসুদ আহমেদ এক ফেসবুক বার্তায় জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারা বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। দুই দূত অভিন্ন উদ্বেগের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন।

উল্লেখ্য, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মাল্টায় ঢাকার ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূতেরও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj