শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন

ফলোয়ারদের মামলার হুমকি দিলেন বর্ষা

ফলোয়ারদের মামলার হুমকি দিলেন বর্ষা

বিনোদন  ডেস্ক

সামাজিক মাধ্যম যেন নেটিজেনদের অনুভূতি প্রকাশের খোলা খাতা হয়ে গেছে। অনেকেই তাদের অভিযোগ, অভিমান, উচ্ছ্বাসের জানান দিয়ে থাকেন এখানে। তারকারাও রয়েছেন এ তালিকায়। এবার নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন ঢালিউড চিত্র নায়িকা বর্ষা। দিলেন মামলার হুমকি।

নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ক্ষুব্ধ বর্ষা লিখেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি,নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টার্ভিউ থেকে কোনোকিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।

এরপর তিনি লেখেন, এটা নিয়ে এরইমধ্যে আমার ল-ইয়ার কাজ করছে। বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে কাউকে, বাজেভাবে উপস্থাপন করে নয়।

এদিকে বর্ষার ওই পোস্টের মন্তব্যের ঘরে তাকে সমর্থন করে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেছেন। তবে সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি এ নায়িকা। সেইসঙ্গে তালিকাভূক্ত পেজেরও নাম প্রকাশ করেননি।

বর্ষার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মো. ইকবাল। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন অনন্ত জলিল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj