শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন

শাহরুখকে ভারতের ‘জাতীয় সম্পদ’ ঘোষণার দাবি

শাহরুখকে ভারতের ‘জাতীয় সম্পদ’ ঘোষণার দাবি

বিনোদন  ডেস্ক:

জাওয়ান’ মুক্তি পেতেই বক্স অফিসে ঝড় তুলেছে। শাহরুখ ভক্ত থেকে সাধারণ দর্শকরা তো বটেই সমালোচকরা পর্যন্ত প্রশংসা করছেন এই সিনেমার। এবার প্রশংসা করেছেন বলিউড এবং দক্ষিণী তারকারা।

করণ জোহর থেকে শুরু করে কিয়ারা আডবানি, মহেশ বাবু, আনন্দ মাহিন্দ্রাসহ অনেকেই কিং খানের তারিফ করেছেন। বাদ যাননি কঙ্গনা রানাওয়াত, সুজয় ঘোষ, অর্জুন কাপুর প্রমুখ। প্রশংসায় ভরিয়ে তুলেছেন জাওয়ান সিনেমাটিকে।

দক্ষিণী তারকা মহেশ বাবু টুইটারে জাওয়ানের প্রশংসা করে লেখেন, ‘জাওয়ান, ব্লকব্লাস্টার সিনেমা। অ্যাটলি কিং খানকে সঙ্গে নিয়ে কিং সাইজ বিনোদন উপহার দিলেন। শাহরুখের ক্যারিয়ারের সেরা সিনেমা এটা। শাহরুখের ক্যারিশমা, শাহরুখ জ্যোতির সঙ্গে কেউ নিজেকে মেলাতে পারবে না। আগুন ধরিয়ে দিয়েছিল জাস্ট স্ক্রিনে। জওয়ান নিজেই নিজের রেকর্ড ভাঙবে।’ শাহরুখ খান আবার এই টুইট রিটুইট করেন, ধন্যবাদ জানান মহেশ বাবু এবং তার পরিবারকে।

করণ জোহর তার ইনস্টাগ্রাম স্টোরিজে কিং খানের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সম্রাট!’ কিয়ারা আডবানি তার বর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে জাওয়ান দেখতে গিয়েছিলেন। এরপর সিনেমার প্রশংসা করে শুক্রবার (০৮ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে জাওয়ানের একটি পোস্টার শেয়ার করে একগাদা আগুনের ইমোজি দেন তিনি।

চিত্রপরিচালক সুজয় ঘোষ জওয়ান নিয়ে টুইট করে লেখেন, ‘একটা দুর্দান্ত হিন্দি সিনেমাই পারে আমাদের সবাইকে এক করতে। এটাই ভালোবাসার ক্ষমতা।

অর্জুন কাপুরও এদিন এই সিনেমাটি দেখে স্ক্রিনের একটি ছবি তুলে সেটা ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘দারুণ ভালোর একমাত্র রাজা হলেন শাহরুখ খান। নয়নতারা তোমাকে সাদর আমন্ত্রণ জানাই, এত দ্রুত তোমায় যেতে দেওয়া হবে না। অ্যাটলি স্যার অনবদ্য।

আরআরআর খ্যাত পরিচালক এসএস রাজামৌলি এদিন জওয়ানের প্রশংসা করে টুইট করেন। তিনি লেখেন, ‘এই জন্যই শাহরুখ খানকে বক্স অফিসের বাদশা বলে। কী দুর্দান্ত শুরু হল সিনেমাটির।

এদিকে, একই কথা শোনা গেল ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রার গলায়। দুবাইয়ের বুর্জ খালিফায় যে জওয়ানের ট্রেলার ইভেন্ট দেখানো হয়েছিল সেটার একটা ভিডিও পোস্ট করে লেখেন, ‘সব দেশই তাঁদের রিসোর্সকে আগলে রাখে, আর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনার জন্য। এবার ভারতের উচিত শাহরুখকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা |

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj