শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন

আমাজনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৪

আমাজনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৪

অনলাইন  ডেস্ক:

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) আমাজোনাস রাজ্যের বার্সেলোস অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজ বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আমাজোনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজোনাসের বার্সেলোস অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। উড়োজাহাজটির মালিক প্রতিষ্ঠানের নাম মানাউস অ্যারোট্যাক্সি।

নিহতের সংখ্যা নিশ্চিত করে উইলসন লিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, গত শনিবার বার্সেলোসে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১২ আরোহী এবং দুজন ক্রু নিহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, রাজ্যের উদ্ধারকারী দল কেউ বেঁচে আছে কি না বিষয়টি জানতে এবং সামগ্রিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মানাউস এয়ারট্যাক্সি এয়ারলাইন ১৪ জনের মৃত্যু নিশ্চিত করে একটি বিবৃতি জারি করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ব্রাজিলে অল্প দূরত্বে যাতায়াতের জন্য ছোট বিমান বা এয়ারট্যাক্সি চলে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিরও তেমনই পরিষেবা দেওয়ার কথা ছিল। মোট ১৮ জনকে বহনের ক্ষমতা ছিল এই বিমানের।

শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2022 Protidiner Kagoj