রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ৩০ ট্রলার ও ৩৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ৩০ ট্রলার ও ৩৮ জেলে নিখোঁজ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) দিনভর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৩০টি ট্রলার। নিখোঁজ জেলেদের স্বজনরা আলীপুর-মহিপুর জেলে পল্লীতে ভিড় করছেন।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়।

নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখনও পাওয়া যায়নি।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা এবং মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা মিয়া আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ কবলে তাদের ট্রলারগুলো ডুবে গেছে। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে। এফবি মরিয়ম নামের একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. ইসাহাক ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে ট্রলার রক্ষা করতে তাকে উদ্ধারের চেষ্টা করতে পারেনি অন্য জেলেরা।

নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |