শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

আপডেট
সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত মালয়েশিয়া প্রবাসীদের মারধরের ঘটনায় হাইকমিশনের দুঃখ প্রকাশ ময়মনসিংহ বিভাগীয় বইমেলার সমাপনী পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে: পুতিন সড়ক দুর্ঘটনায় পরীমনির প্রথম স্বামী নিহত বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী: প্রধান উপদেষ্টা ইসরায়েলি হামলায় একদিনে লেবাননে নিহত ৫৯ কক্সবাজারে বিএনপি নেতা’কে তুলে নিতে ঘর ঘেরাও করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার, জানিয়েছেন হাসান আরিফ
ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে বাধা ক্যাম্পাসে খেলা ধূলায় নিষেধাজ্ঞা জারি করেছে জবি প্রশাসন

ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে বাধা ক্যাম্পাসে খেলা ধূলায় নিষেধাজ্ঞা জারি করেছে জবি প্রশাসন

মনির হোসেন, জবি প্রতিনিধি: বিশেষজ্ঞরা যেখানে মনে করেন, ছাত্রছাত্রীদের মেধা বিকাশে কিংবা মানসিক বিকাশে খেলাধূলার বিকল্প নাই সেখানে জবি প্রশাসন হাটছে উল্টো পথে।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠা লগ্নের প্রায় আঠারো (১৮) বছর অতিবাহিত হয়ে গেলেও জবি প্রসাশন পারে নি ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত একটা খেলার মাঠ প্রতিষ্ঠা করতে। বরং নতুন করে ক্যাম্পাসে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সকল প্রকার খেলাধুলায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন কর্তৃপক্ষ।

সোমবার (৯ অক্টোবর) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রকৌশলি মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে খেলাধুলা করলে ক্লাস ও পরীক্ষায় বিঘ্ন ঘটে। এছাড়াও চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। এমতাবস্থায় সকল শিক্ষার্থীকে সকাল ৮ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের খেলাধুলা না করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য , মাত্র ৭ একর জমির উপর স্থাপিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়র বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৮,০০০। এই ক্ষুদ্র পরিসরে অধিক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত জায়গা সংকুলানে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষার্থী সংখ্যার তুলনায় ক্যাম্পাস ছোট হওয়ায় শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। বিশেষ করে , পরীক্ষা চলাকালীন সামাজিক বিজ্ঞান ভবন এবং বিজ্ঞান ভবনের সামনে খোলা জায়গায় খেলাধুলা করলে শিক্ষার্থীর মনোযোগ বিঘ্নিত হয়। তাই এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষ উক্ত সিদ্ধান্ত গ্রহন করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |