রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

খিলক্ষেতে হতদরিদ্রদের মাঝে নাম মাত্র ১০ টাকায় খাবারের কার্যক্রম চলছে

খিলক্ষেতে হতদরিদ্রদের মাঝে নাম মাত্র ১০ টাকায় খাবারের কার্যক্রম চলছে

একেএম,রুহুল আমীন স্বপন( স্টাফ রিপোর্টার): ব্যস্ততম নগরীতে দৈনন্দিন জীবনে কে কার খোঁজ রাখে!! তেমন সময় এক মহতী উদ্যোগে গ্রহণ করি নজির স্হাপন করে চলেছেন,ঢাকার প্রান কেন্দ্র খিলক্ষেত থানার ,খিলক্ষেত টানপাড়া পুরান বাজার স্পোর্টিং ক্লাব। মেহনতী মানুষের মাঝে সপ্তাহে বা পনেরো দিনে অন্তত একবার নাম মাত্র মূল্য (১০)দশ টাকার বিনিময়ে খাবারের আয়োজন করে চলছে।

সেই ধারাবাহিকতায় আজ খিলক্ষেত টানপাড়া সরকার বাড়ি ঈদগাহ মাঠে আয়োজন করা হয়ে ১০ টাকা দিয়ে মোড়গ পোলাও খাবারের আয়োজন। চেয়ার টেবিলে বসিয়ে গরীবদের মুরগির বিরিয়ানি খাওয়ায়নোর ব্যবস্থা করেন ,পুরান বাজার স্পোর্টিং ক্লাবের সদস্যরা। তত্ত্বাবধানে দেখাগেল ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমদাদুল ইসলাম বাবু, বিএনপির নেতা বিশিষ্ট ব্যাবসায়ী সৈকত সরকার ,শিশির সরকার ,শ্রমিক নেতা শুক্কুর আলী সহ অনেকে।

১০ টাকায় মোড়গ পোলাওয়ের আয়োজন দেখে এলাকার মানুষের মধ্যে দারুণ একটা আমেজ বিরাজমান। রমিজ নামে একজনের সাথে কথা বলে জানা গেলো, গত ২/১১/২০২৪ তাং পুরান বাজার ১০ নং রোডের পানির পাম্পে ও তিনি ১০ টাকা দিয়ে মোড়গ পোলাও খেয়েছিলেন। আয়োজনে ছিল এই ক্লাবটি। এখনে ন্যায্য মূল্যে ১৪০ টাকায় এক ডজন ডিম বিক্রি করতেছে। এমন মহতী উদ্যোগের জন্য প্রতিটি এলাকায় এমন ১/২ জন এমদাদুল ইসলাম বাবুর প্রয়োজন বলে মনে করছেন এলকার মুরব্বিদের কেউ কেউ। আমাদের পক্ষ থেকে শুভকামনা ভবিষ্যতের জন্য।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |