শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মাঠের এক পাশে তৈলাক্ত বাঁশের খুঁটির ঠিক ওপরে একটি মোবাইল ফোন রাখা। নিচ থেকে তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার চেষ্টা করছেন অনেকে। অনেক চেষ্টার পর একজন বাঁশ বেয়ে ওপরে উঠে মোবাইল ফোনটি জিতে নেন। আরেক পাশে তীর ধনুক নিয়ে লক্ষ্য স্থির করে তীর ছোড়েন কয়েকজন তরুণ। কেউ বা আবার গুলতি দিয়ে সামনে রাখা লক্ষ্যে ছুড়ে মারছে। নারীরা ব্যস্ত পান গোছানোর প্রতিযোগিতায়। মাঠের মাঝখানে রাখা পানগুলো কে, কত কম সময়ে গোছাতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছেন তারা।
শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে খাসি সম্প্রদায়ের বর্ষ সমাপনী ও বর্ষবরণ উৎসব সেং কুটস্নেম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে দিনব্যাপী খাসি সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে সেং কুটস্নেম উৎসব হয়। মাগুরছড়া স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠানে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন,
অন্যান্য অতিথিরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আখঞ্জি, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ওসি তদন্ত মোবারক হোসেন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ও খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারন সম্পাদক ফিলা পত্মী সহ বিভিন্ন পুঞ্জি প্রধানগণ। উৎসবে খাসিদের নিত্যপণ্য ও খাদ্যসামগ্রীর অর্ধশতাধিক স্টল সাজিয়ে বসেন খাসি জনগোষ্ঠীর সদস্যরা । এসব স্টলে খাসিদের পোশাক, বিভিন্ন জাতের ফলমূল, জুম চাষের উপকরণ ও খাদ্যসামগ্রী বিক্রি করা হয়। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল খাসি নৃত্য, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠা, পানগুছি খেলা, গুলতি দিয়ে ঢিল ছোড়া, তির-ধনুক ছোড়া।
খাসি জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে জানা যায়, সেং কুটস্নেম বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা সমাহারে এ উৎসবের আয়োজন করা হয়। এই দিন বর্ষবিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। খাসি জনগোষ্ঠীর এই আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ দেশী বিদেশি পর্যটক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।