শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

ফুলপুরে বিনামূল্যে গ্রাম পুলিশদের রক্তের গ্রুপ নির্ণয় 

ফুলপুরে বিনামূল্যে গ্রাম পুলিশদের রক্তের গ্রুপ নির্ণয় 

বিনামূল্যে

মো. আব্দুল মান্নান : ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণায়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফুলপুর থানা পুলিশের উদ্যোগে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর থানার অন্তর্গত ১০টি ইউনিয়নের ৭০ জন  গ্রাম পুলিশের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া, সদ্য জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে আইজিপি সনদপ্রাপ্ত থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয়ে প্যাথলজিক্যাল সহায়তা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার। সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ  আব্দুল্লাহ আল মামুন বলেন,  এ ক্যাম্পেইন বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, সবারই রক্তের গ্রুপ নির্ণয় করে রাখা ভাল। কারণ, এটা বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |