বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

ইবি ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস অভিযান

ইবি ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস অভিযান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লিন ক্যাম্পাস ও সেভ ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ। রবিবার (৫ মার্চ) বিকেলে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেছে নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় শাহিন আলম, বিপুল হোসাইন, হাফিজ, মেজবাহ, শাকিল ও সৌমিকসহ ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ক্লিন ক্যাম্পাস ও সেভ ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে আমরা মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশসহ তার চারপাশ পরিস্কার করেছি। ছাত্রলীগ সব সময় সৃজনশীল এবং শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কাজ করে থাকে৷ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |