বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

মিরসরাই পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নিত

মিরসরাই পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নিত

মিরসরাই ( চট্টগ্রাম ) :
মিরসরাই পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা থেকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নিত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সবমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে গত ১৪ মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার বিগত ৩১মে /২০১১ এ ৮১১নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার মীরসরাই পৌরসভাকে ‘খ’ শ্রেণি হতে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নিত করল।

মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বলেন, মিরসরাই পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামকে মিরসরাই পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।প্রসঙ্গত: ২০০০ সালের ৮ নভেম্বর ১০.৫০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে মীরসরাই পৌরসভা উদ্বোধন করা হয়। ২০০১ সালের ১২ এপ্রিল ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা কার্যকরী হয়। ২০২২ সালের আদমশুমারীর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পৌরসভার বর্তমান জনসংখ্যা ২১ হাজার ৬১১ জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |