বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

পরশুরামে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

পরশুরামে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ফেনী প্রতিনিধি : ফেনীর পরশুরামের সলিয়া’য় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়। দু জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়েছে।

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় ছাগলনাইয়া পরশুরাম সড়কের সলিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় ফেনী সদর হাসপাতালে পেরন করা হয়।আহতদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে একজন নিহত হন। দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।বাকি আহত দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সিএনজিতে আহত ব্যক্তিরা উপজেলার নরনিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা পরশুরাম বাজার থেকে বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের বাজার করে বাড়ী ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হন।

ফেনী সদর হাসপাতাল ১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |